শিশুদের জন্য ম্যালেরিয়া টিকার ছাড়পত্র ডব্লিউএইচওর

আন্তর্জাতিক ডেস্ক

শিশুদের জন্য ম্যালেরিয়া টিকা
সংগৃহীত ছবি

বিশ্বের প্রথম শিশুদের জন্য ম্যালেরিয়া টিকায় ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ম্যালেরিয়ার প্রতিষেধক হিসেবে যে ভ্যাকসিনে অনুমোদন মিলেছে, তার নাম ‘আরটিএস, এস/এএস জিরো ওয়ান’। প্রচলিত নাম ‘মস্কুইরিক্স’।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, মূলত আফ্রিকা মহাদেশে শিশুদের মধ্যে মহামারি আকার ধারণ করেছে ম্যালেরিয়া। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, আফ্রিকায় প্রতিবছর পাঁচ বছরের নীচে আড়াই লক্ষেরও বেশি শিশুর ম্যালেরিয়ায় মৃত্যু হয়।

বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব টেদ্রোস আধানম ঘেব্রেইসাস বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। শিশুদের জন্য বহু প্রতীক্ষিত এই ম্যালেরিয়া ভ্যাকসিন আদতে বিজ্ঞান, শিশু স্বাস্থ্য এবং ম্যালেরিয়া নিয়ন্ত্রণের জন্য একটি যুগান্তকারী প্রমাণিত হবে।’

তিনি বলেন, ‘ম্যালেরিয়া প্রতিরোধে বিদ্যমান মাধ্যমগুলির সঙ্গে এই ভ্যাকসিন ব্যবহার করলে প্রতি বছর হাজার হাজার তরুণের জীবন বাঁচাতে পারে।’

শেয়ার করুন