হাসপাতাল থেকে ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়া
ফাইল ছবি

নানা রোগে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে আজ বিকাল পাঁচটার দিকে তার গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন। বাসায় রেখেই তার চিকিৎসা চলবে বলে জানা গেছে।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য তাকে বাসায় ফিরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

universel cardiac hospital

সাবেক এই প্রধানমন্ত্রী আথ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দাঁত, চোখের প্রদাহ, হৃদরোগসহ বয়সজনিত নানা জটিলতায় ভুগছেন।

এর আগে গত ১২ অক্টোবর স্বাস্থ্যপরীক্ষা করতে গিয়ে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হন। পরে তার শরীরে একটি অস্ত্রোপচার করা হয়, যার নমুনা বায়োপসি করার জন্য বিদেশে পাঠানো হয়। তবে বায়োপসি রিপোর্টে খারাপ কোনো উপসর্গ পাওয়া যায়নি বলেও জানা গেছে।

মেডিকেল বোর্ডের ওই সদস্য জানান, খালেদা জিয়া এখন মোটামুটি সুস্থ আছেন। জ্বরও তেমন নেই। হাসপাতাল থেকে ফিরে গুলশানের বাসভবন ফিরোজায় থেকেই চিকিৎসা নেবেন তিনি।

এর আগে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। সে সময় সিটি স্ক্যান রিপোর্টে তার ফুসফুসে পাঁচ শতাংশে সংক্রমণ পাওয়া গিয়েছিল। এরপর গত ২৫ এপ্রিল খালেদা জিয়ার দ্বিতীয়বারের মতো কোভিড-১৯ পরীক্ষা করা হলে সেখানেও তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর ২৭ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রায় দুই মাস হাসপাতালে চিকিৎসার পর গত ১৯ জুন তিনি বাসায় ফিরেছিলেন।

শেয়ার করুন