শাহজালাল বিমানবন্দরে ৩ মাস রাতে উড়বে না বিমান

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

সংস্কার কাজের জন্য আগামী ৯ ডিসেম্বর থেকে ১০ মার্চ পর্যন্ত তিন মাস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে। ফলে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত আট ঘণ্টা কোনো ফ্লাইট ওঠা-নামা করবে না দেশের ব্যস্ততম এ বিমানবন্দরে।।

বুধবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান এ তথ্য জানিয়েছেন।

universel cardiac hospital

তিনি বলেন, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের সুবিধার জন্য নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে বানানো হচ্ছে। যার নির্মাণকাজ চলবে রাতে। এ জন্য রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে।

রাতে বিমান চলাচল বন্ধ থাকলেও এর কারণে বিমানবন্দরের স্বাভাবিক কাজে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

তবে জরুরি অবতরণের প্রয়োজন হলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

শেয়ার করুন