‘সাহিত্যকর্মে স্মরণীয় হয়ে থাকবেন হাসান আজিজুল হক’

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক পাওয়া কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার রাতে এক শোকবার্তায় তিনি বলেন, ‘হাসান আজিজুল হক তার সাহিত্যকর্ম ও সৃজনশীলতার জন্য স্মরণীয় হয়ে থাকবেন।’

universel cardiac hospital

প্রধানমন্ত্রী প্রখ্যাত এই কথাসাহিত্যিকের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

হাসান আজিজুল হক সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী শহরের নিজ বাসায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

আগামীকাল মঙ্গলবার বাদ জোহর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে হাসান আজিজুল হকের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে বেলা ১২টা থেকে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের জনতা।

শেয়ার করুন