নির্বাচন কমিশন গঠনে আপাতত হস্তক্ষেপ নয়: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

হাইকোর্ট
ফাইল ছবি

সংবিধান অনুসারে আইন করে পরবর্তী নির্বাচন কমিশন (ইসি) গঠনে আপাতত হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, সরকার এ বিষয়ে আন্তরিক। ফলে আদালত এখানে কোনো হস্তক্ষেপ করবে না। আইন তৈরিতে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন আদালত।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বলেন, আইনমন্ত্রী বলেছেন সরকার সংবিধানের আদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে পরবর্তীতে নির্বাচন কমিশন গঠনের জন্য একটি আইন প্রণয়ন করবে। দেখা যাক সরকার কী করে। পর্যবেক্ষণের পর হাইকোর্ট আগামী বছরের ১০ জানুয়ারি পর্যন্ত রিট আবেদনটি স্থগিত (শুনানির জন্য অপেক্ষায়) রাখেন।

universel cardiac hospital

ইসি গঠনের জন্য আইন প্রণয়ন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের যোগ্যতা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা চেয়ে আইনজীবী গোবিন্দ বিশ্বাস এ রিট করেন।

শেয়ার করুন