বিসিএল : তৌহিদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

তৌহিদ হৃদয়
তৌহিদ হৃদয়। ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের শেষ দিন আজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি নর্থ জোনের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন বিসিবি সাউথ জোনের ব্যাটার তৌহিদ হৃদয়। ১৫৯ রান নিয়ে আজ ব্যাটিং শুরু করেন হৃদয়। এরপর আরো ৪১ রান যোগ করে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি পূরণ করেন এই ডানহাতি ব্যাটার।

৩৭৪ বলে ১৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ডাবল সেঞ্চুরি স্পর্শ করেন হৃদয়। এর আগে চলতি ইনিংসে সেঞ্চুরি করেছিলেন সাউথ জোনের অমিত হাসান। ৩৭৩ বলে ১৩১ রান করে সাজঘরে ফেরেন তিনি। তৌহিদ ও অমিতের ব্যাটে রানের পাহাড় গড়েছে সাউথ জোন।

universel cardiac hospital

নর্থ জোনের ৩৮৫ রানের জবাবে এরই মধ্যে ৬ উইকেটে ৪৭৭ রান তুলেছে সাউথ জোন। ফরহাদ রেজা ১৫ মেহেদী হাসান শূন্য রানে ক্রিজে আছেন। এরই মধ্যে ৯২ রানের লিড নিয়েছে সাউথ জোন, হাতে আছে আরো ৪ উইকেট। এই ম্যাচের মাত্র আর দুটি সেশন বাকি, নিশ্চিত ড্রয়ের দিকে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডের এই খেলা।

শেয়ার করুন