করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে সারাদেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। মৃত দুজনই পুরুষ। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৪ জনে। একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে নতুন শনাক্ত হয়েছেন আরও ৩৮২ জন। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৮২ হাজার ৩৬৮ জনে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ১৯ হাজার ৬২৩টি নমুনা সংগ্রহ এবং ১৯ হাজার ৬২৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক শূন্য ৯৫ শতাংশ।
এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৪১টি। মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩১২ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৬৬৪ জন।
এদিকে, বিভাগওয়ারি হিসাবে গত ২৪ ঘণ্টায় মৃত দুজনের মধ্যে একজন চট্টগ্রাম ও অন্যজন খুলনা বিভাগের বাসিন্দা। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে একজন ত্রিশোর্ধ্ব এবং অন্যজন পঞ্চাশোর্ধ্ব।
দেশে করোনায় এ পর্যন্ত মৃত ২৮ হাজার ৫৪ জনের মধ্যে পুরুষ ১৭ হাজার ৯৪৯ ও নারী ১০ হাজার ১০৫ জন।
গত বছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজন রোগীর মৃত্যু হয়।