জুটিতে বিশ্বরেকর্ড গড়লেন বাংলাদেশের সালমা-রিতু

ক্রীড়া প্রতিবেদক

সালমা খাতুন ও রিতু মনি
সালমা খাতুন ও রিতু মনি। ফাইল ছবি

৫০ রানে নেই ৬ উইকেট। মালয়েশিয়ায় কমনওয়েলথ গেমস বাছাইয়ের ম্যাচে কেনিয়ার বিপক্ষে বেশ বিপদেই পড়ে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। সেখান থেকে দলকে উদ্ধার করেন সালমা খাতুন আর রিতু মনি।

সপ্তম উইকেটে ৭৫ রানের জুটি গড়েন তারা। যা কিনা আবার টি-টোয়েন্টি ক্রিকেটে এই উইকেটে বিশ্বরেকর্ড।

এর আগের রেকর্ডটি ছিল তাঞ্জানিয়ার মনিকা পাসকাল আর নাসারা সাইদির। ২০১৯ সালে উগান্ডার বিপক্ষে ৭২ রানের জুটি গড়েছিলেন তারা।

কুয়ালালামপুরে আজ (বুধবার) সালমা আর রিতুর জুটিতে ভর করেই ৬ উইকেটে ১২৫ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ নারী দল। সালমা ৩২ বলে ৩৩ আর রিতু ৩৪ বলে খেলেন ৩৯ রানের হার না মানা ইনিংস।

জবাব দিতে নেমে নাহিদা আক্তারের ঘূর্ণিতে ৪৫ রানেই গুটিয়ে যায় কেনিয়া। মাত্র ১২ রান দিয়ে ৫টি উইকেট নেন বাঁহাতি স্পিনার নাহিদা। এটি আবার নারী ক্রিকেটে টি-টোয়েন্টিতে বাংলাদেশি কোনো বোলারের সেরা বোলিংয়ের রেকর্ড।

এর আগের রেকর্ডটি ছিল পান্না ঘোষের। ২০১৮ সালে ইউট্রেখটে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

শেয়ার করুন