সামরিক ঘাঁটি থেকে বেরিয়ে পড়েছে রাশিয়ার ট্যাংক!

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ইউক্রেন সীমান্তের কাছে অবস্থিত রাশিয়ার একটি সামরিক ঘাঁটি এখন অনেকটাই খালি হয়ে গেছে। ৬ ফেব্রুয়ারি স্যাটেলাইট থেকে তোলা ছবির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিএনএন।

ইউক্রেনের সীমান্ত থেকে ১৬০ মাইল দূরে অবস্থিত এই ঘাঁটিতে ২০২১ সালের শেষ দিকে প্রায় ৭০০ ট্যাংক, যুদ্ধে ব্যবহৃত যান ও ব্যালাস্টিক মিসাইল লঞ্চার মজুদ করেছিল।

universel cardiac hospital

এখন এই ঘাঁটি প্রায় ফাঁকা হয়ে গেছে। সিএনএন বলছে, ঘাঁটি থেকে ট্যাংকসহ অন্যন্য অস্ত্রসস্ত্র সীমান্তের আরও কাছে নিয়ে গেছে রাশিয়া।

খারাপ আবহাওয়ার কারণে গত কয়েকদিন ধরে স্যাটেলাইট থেকে তোলা ছবিতে রাশিয়ার সৈন্যদের গতিবিধি পর্যবেক্ষণ করা যাচ্ছিল না।

তাদের ধারণা, এই সময়টার মধ্যে রাশিয়া তাদের যুদ্ধের সরঞ্জাম নিয়ে ইউক্রেন সীমান্তের আরও কাছে গেছে।

এদিকে যুক্তরাষ্ট্র গত কয়েকদিন ধরেই হুঁশিয়ারি দিচ্ছে রাশিয়া যে কোনো সময় ইউক্রেনে আক্রমণ করবে। যদিও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে আসছে।

বর্তমানে বিশ্ব নেতারা রাশিয়াকে ঠেকাতে তৎপরতা চালাচ্ছেন। তবে এর মাঝেও রাশিয়া তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা দিন দিন ইউক্রেন সীমান্তে নিজেদের শক্তি আরও বাড়াচ্ছে।

সূত্র: সিএনএন

শেয়ার করুন