ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুরে পর্যটন সুবিধাদি সৃষ্টির লক্ষ্যে প্রায় এক কোটি টাকা ব্যয়ে দুই তলা ভিত বিশিষ্ট নির্মিতব্য মুক্তিযুদ্ধ মনুমেন্ট ও বিশ্রামাগার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ পর্যটন বোর্ডের অর্থায়নে নির্মাণাধীন কাজটির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধূরী। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিকে আমাদের ধারণ করতেই হবে। কারণ এই দেশটি মুক্তিযুদ্ধের ভিত্তিতে অর্জন হয়েছে এবং যুদ্ধ করেই আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি। এই অর্জন করতে আমাদের ত্রিশ লক্ষ মানুষ শহিদ হয়েছেন এবং তিন লক্ষ মা-বোন তাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমাদের এই সংগ্রামে অনুপ্রেরণা যুগিয়েছেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এ অঞ্চলের প্রায় ৯০ ভাগ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য ও সহযোগিতা করেছেন। মুক্তিযুদ্ধে আমাদের মা ও বোনেরা অনেক সাহায্য করেছেন কিন্তু আমরা মুক্তিযুদ্ধের সেই স্মৃতিগুলো অনেকটা হারিয়ে ফেলছি, কাজেই আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধরে রাখতেই মুকুন্দপুরে সুন্দর একটা স্মৃতিস্তম্ভ ও বিশ্রামাগার নির্মাণ করা হচ্ছে। এটি দেখতে যখন অনেকেই এখানে আসবেন তখন আমাদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো: শাহগীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল ( অবঃ) সায়ীদ আহমেদ বীর প্রতীক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া প্রমুখ।