পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন চর বিজয়ে ভেসে এসেছে শত শত মৃত জেলিফিশ। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এসব জেলিফিশ ভেসে আসতে দেখেন স্থানীয়রা। তবে কি কারণে এসব জেলিফিশের মৃত্যু হচ্ছে তার সঠিক কারণ জানা যায়নি।
উপকূলীয় জেলেদের সঙ্গে আলাপ করে জানা গেছে, প্রতি বছর শীতের শেষের দিকে অসংখ্য জেলিফিশ বঙ্গোপসাগরের গভীরে জেগে উঠা চর বিজয় এবং সৈকতে দেখা যায়। এসব জেলিফিশ জোয়ারে জীবিত অবস্থায় ভেসে আসে। পরে সৈকতের বালিয়াড়িতে আটকে মারা যায়।
চর গঙ্গামতি এলাকার জেলে হারুন প্যাদা বলেন, আগে সাগরে প্রচুর জেলিফিশ দেখা যেত। আমাদের বেড়জালে হাজার হাজার জেলিফিশ আসত। কিন্তু এখন কম দেখা যাচ্ছে।
আরেক জেলে রফিক মুসুল্লী বলেন, গত কয়েকদিন ঝাঁকে ঝাঁকে জেলিফিশ সাগরে ভাসতে দেখেছি। আমাদের জালেও এগুলো আটকে যায়। তবে জেলিফিশ জালে আটকা পড়লে আমরা ছাড়িয়ে দেই। তবে এগুলো আর বাঁচে না।
ইকোফিশ-২ প্রকল্পের পটুয়াখালীর সহকারী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, জেলিফিশগুলো জোয়ারে ভেসে সৈকতের বালুতে আটকে মারা যায়। এরা সাঁতারে পারদর্শী না।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলিফিশগুলো মূলত আওরেলিয়া আওরেটা প্রজাতির। মেরুদণ্ডহীন এসব প্রাণী চাঁদের মতো দেখতে বলে এদের মুন জেলিফিসও বলা হয়। এগুলো মূলত সাঁতারে তেমন পারদর্শী না। অনেক সময় খাদ্য অন্বেষণ কিংবা বাতসের টানে উপরের দিকে চলে আসে জেলিফিস। পরে বালুতে আটকা পড়ে মারা যায়।