বিপিএলে আবারও বোলিংয়ের মুকুট মোস্তাফিজের মাথায়

ক্রীড়া প্রতিবেদক

সবাইকে ছাড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের অষ্টম আসরেও সর্বোচ্চ উইকেট শিকারির মুকুট নিজের মাথায় পরেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। কুমিল্লাকে তৃতীয়বারের মতো শিরোপা জেতানোর পথে ১১ ম্যাচে আসরের সর্বোচ্চ ১৯ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ।

এ নিয়ে টানা দ্বিতীয়বার বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন তিনি। সবশেষ ২০২০ সালের আসরে রংপুর রেঞ্জার্সের জার্সিতে ১২ ম্যাচে নিয়েছিলেন ২০ উইকেট। মোস্তাফিজের আগে দুইবার (পঞ্চম ও ষষ্ঠ আসর) বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার কৃতিত্ব দেখিয়েছেন সাকিব আল হাসান।

বিপিএলের এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারি

১. মোস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – ১১ ম্যাচে ১৯ উইকেট, সেরা বোলিং ৫/২৭
২. ডোয়াইন ব্রাভো (ফরচুন বরিশাল) – ১০ ম্যাচে ১৮ উইকেট, সেরা বোলিং ৩/৩০
৩. সাকিব আল হাসান (ফরচুন বরিশাল) – ১১ ম্যাচে ১৬ উইকেট, সেরা বোলিং ৩/২৩
৪. তানভির ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – ১২ ম্যাচে ১৬ উইকেট, সেরা বোলিং ২/১৯
৫. মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) – ৮ ম্যাচে ১৫ উইকেট, সেরা বোলিং ৪/১২

এছাড়া ফাইনাল ম্যাচে দুর্দান্ত শেষ ওভার উপহার দেওয়া শহিদুল ইসলাম ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ছয় নম্বরে অবস্থান করছেন।

আরও পড়ুন >> বরিশালকে কাঁদিয়ে শিরোপা জিতল কুমিল্লা

বিপিএলের প্রতি আসরে সর্বোচ্চ উইকেট শিকারি

১. ইলিয়াস সানি (ঢাকা গ্ল্যাডিয়েটরস) – ১২ ম্যাচে ১৭ উইকেট, সেরা বোলিং ১৭ রানে ৩ উইকেট (প্রথম আসর)
২. আলফনসো থমাস (ঢাকা গ্ল্যাডিয়েটরস) – ১২ ম্যাচে ২০ উইকেট, সেরা বোলিং ১৯ রানে ৩ উইকেট (দ্বিতীয় আসর)
৩. কেভন কুপার (বরিশাল বুলস) – ৯ ম্যাচে ২২ উইকেট, সেরা বোলিং ১৫ রানে ৫ উইকেট (তৃতীয় আসর)
৪. ডোয়াইন ব্রাভো (ঢাকা ডায়নামাইটস) – ১৩ ম্যাচে ২১ উইকেট, সেরা বোলিং ১০ রানে ৩ উইকেট (চতুর্থ আসর)
৫. সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস) – ১৩ ম্যাচে ২২ উইকেট, সেরা বোলিং ১৬ রানে ৫ উইকেট (পঞ্চম আসর)
৬. সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস) – ১৫ ম্যাচে ২৩ উইকেট, সেরা বোলিং ১৬ রানে ৪ উইকেট (ষষ্ঠ আসর)
৭. মোস্তাফিজুর রহমান (রংপুর রেঞ্জার্স) – ১২ ম্যাচে ২০ উইকেট, সেরা বোলিং ১০ রানে ৩ উইকেট (সপ্তম আসর)
৮. মোস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – ১১ ম্যাচে ১৯ উইকেট, সেরা বোলিং ২৭ রানে ৫ উইকেট (অষ্টম আসর)

শেয়ার করুন