রাশিয়ার পাঁচ ব্যাংক ও তিন ব্যক্তির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

বরিস জনসন
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন - ছবি: এএফপি

রাশিয়ার পাঁচটি ব্যাংক ও তিন সম্পদশালী ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) হাউজ অফ কমন্সে এক বক্তৃতায় এ নিষেধাজ্ঞা আরোপের কথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

নিষেধাজ্ঞার আওতায় আসা পাঁচটি ব্যাংক হলো রোসিয়া, আইএস ব্যাংক, জেনারেল ব্যাংক, ব্ল্যাক সি ব্যাংক ও প্রমসভায়াজ ব্যাংক। আর তিন সম্পদশালী ব্যক্তি হলেন জেন্নাডি তিমচেঙ্কো, বরিস রটেনবার্গ ও ইগর রটেনবার্গ। তারা ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ব্যক্তি বলে জানা গেছে।

universel cardiac hospital

বরিস জনসন বলেন, এসব ব্যক্তিদের যুক্তরাজ্যে থাকা সব সম্পত্তির ওপর স্থিতাদেশ আরোপ করা হলো। তারা এখন থেকে আর যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না।

সেইসাথে ব্রিটিশ কোনো নাগরিক তাদের সাথে যোগাযোগ রাখতে পারবেন না বলেও জানান তিনি।

একে রাশিয়ার বিরুদ্ধে প্রথম পদক্ষেপ বলছে যুক্তরাজ্য। যেকোনো সময় আরও নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাজ্য প্রস্তুত রয়েছে বলে জানান বরিস।

শেয়ার করুন