নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ১০ ব্যক্তির নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করা হয়। রাত সোয়া ৮টায় এই বৈঠক শেষ হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বৈঠকে সার্চ কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করেছে। আগামী ২৪ ফেব্রুয়ারি এই ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করা হবে।
এদিকে রাষ্ট্রপতির কাছে তালিকা পাঠানোর আগে তা ওয়েব সাইটের মাধ্যমে জনসমক্ষে প্রকাশ করতে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। আজ (বুধবার) সার্চ কমিটির সভাপতি ও মন্ত্রী পরিষদ সচিব বরাবর তিনি এ আবেদন করেন।
আগামীকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে এই ১০ জনের তালিকা হস্তান্তর করবে সার্চ কমিটি। গতকাল (মঙ্গলবার) বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান। তবে এই ১০ জনের নাম প্রকাশ করা হবে না বলে আগেই জানিয়েছেন সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান।