ইউক্রেনের সেনাবাহিনীকে ক্ষমতা দখলের আহ্বান পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের সেনাবাহিনীকে ক্ষমতা নিজেদের হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আল-জাজিরার।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের সঙ্গে এক টেলিভিশন বৈঠকে ইউক্রেনের সেনাবাহিনীর উদ্দেশ্য পুতিন বলেন, নব্য-নাৎসি ও ইউক্রেনীয় উগ্র জাতীয়তাবাদীদের জন্য আপনাদের সন্তান, স্ত্রী ও বৃদ্ধদের মানব ঢাল হিসেবে ব্যবহার করার অনুমতি দেবেন না।

বৈঠকের এক পর্যায়ে প্রেসিডেন্ট পুতিন ভলোদিমির জেলেনস্কি সরকারের হাত থেকে সেনাবাহিনীকে ক্ষমতা দখলের আহ্বান জানান। এসময় ইউক্রেনের সেনাদের উদ্দেশ্য তিনি পুনরায় বলেন, ক্ষমতা নিজেদের হাতে তুলে নেও।

এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন ইউক্রেনের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রাশিয়া।

পেসকভ বলেন, ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য বেলারুশের রাজধানী মিনস্কে একটি প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত রাশিয়া। এতে রাশিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত হতে পারে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের সামরিক অবকাঠামো ও সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলা শুরু করে রাশিয়া।

শেয়ার করুন