সভ্যতার ক্রান্তিলগ্নে— যান্ত্রিকতার বিকট শব্দ তরঙ্গ সাগরে, হাবুডুবু খাওয়া প্রাণগুলো— আজ বিমর্ষ আর আতঙ্কিত, পূর্বের সেই মুক্ত আলো-বাতাস— প্রাণের পরম প্রশান্তি পাওয়াটা, যেন আজ একটা— রুপকথার আশ্চর্য প্রদীপ। এখানে সদা বিরাজমান— সভ্যতা সর্বনাশা প্রেতাত্মারুপী, মিসাইল, নাপাম-অ্যাটম— আর মানবসত্তা বিনাশী, যতোসব যুদ্ধ-হানাহানি! আছে সাম্রাজ্যবাজদের বন্দিশালা— ভোগ-বিলাসীদের রঙ্গমঞ্চের সাজানো নাটক, যা মনুষ্যত্ব ও মানবতার ওপর বারবার আনে— সিডর,আইলা,রোয়ানোর ন্যায় মহাপ্রলয়।
সাহিত্য কবিতা