ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ান সেনাবাহিনীর শেলিং হামলায় এক ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানায়।
এক টুইট বার্তায় মুখপাত্র অরিন্দম বাগচী জানান,গভীর সমবেদনার সঙ্গে জানাচ্ছি যে মঙ্গলবার সকালে এক ভারতীয় শিক্ষার্থী খারকিভে শেলিং হামলায় নিহত হয়েছে। মন্ত্রণালয় তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
তিনি আরও যোগ করেন, অতি দ্রুত খারকিভ শহরের পাশাপাশি অন্যান্য সংঘাতময় এলাকা থেকে ভারতীয় সেনাদের ফেরাতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইউক্রেনে হাজারো আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার হাজারো শিক্ষার্থী অন্য দেশে আশ্রয় গ্রহণের চেষ্টা করছে।
সূত্র: আল জাজিরা।