ইউক্রেন-রাশিয়া সংঘাত : আন্তর্জাতিক আদালতে শুনানি ৭-৮ মার্চ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)
ছবি : ইন্টারনেট

রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যে অভিযোগ করেছে ইউক্রেন, তার শুনানি আগামী ৭ ও ৮ মার্চ অনুষ্ঠিত হবে।

আইসিজের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। খবর আল জাজিরার।

বিবৃতিতে বলা হয়, আইসিজেতে রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার যে অভিযোগ ইউক্রেন করেছে তার শুনানি হবে ৭ ও ৮ মার্চ।

এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতের প্রসিকিউটর করিম খান এরই মধ্যে ইউক্রেনে তদন্ত করার ঘোষণা দিয়েছেন।

এর আগে ২৭ ফেব্রুয়ারি রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে অভিযোগ করে ইউক্রেন। মস্কোর আগ্রাসন বন্ধের আদেশ দিতে বিচারকদের প্যানেলকে অনুরোধও করে দেশটি।

এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর খেরসনে প্রবেশ করেছে রাশিয়ার সেনারা। টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এ কথা জানিয়েছেন।

শেয়ার করুন