ইউক্রেন-রাশিয়া বৈঠকে ‘ইতিবাচক’ অগ্রগতির দাবি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্য অনুযায়ী রুশ ও ইউক্রেনীয় পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যকার আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। খবর বিবিসির।

মস্কোতে রাশিয়ার মিত্র দেশ বেলারুসের নেতা আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে পুতিন বলেছেন, ‘আমাদের পক্ষের আলোচনাকারীরা আমাকে জানিয়েছেন যে কয়েকটি ইতিবাচক পরিবর্তনের বিষয়ে কথা হয়েছে।’

universel cardiac hospital

এখন পর্যন্ত দুই দেশের সীমান্তে দুই পক্ষের মধ্যে মধ্যে তিন দফায় বৈঠক হয়েছে এবং বৃহস্পতিবার দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী তুরস্কে বৈঠক করেছেন। তবে এসব আলোচনায় কোনো সুনির্দিষ্ট ফল পাওয়া যায়নি।

রাশিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেশের জন্য ইতিবাচক হতে পারে – এমন মন্তব্যও করেন পুতিন। তিনি বলেন, ‘এরকম সময়ে অর্থনীতি শক্তিশালী করা ও প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ পাওয়া যায়।’

শেয়ার করুন