রাজধানীর কল্যাণপুরের ৯ নম্বর নতুন বাজার বেলতলা বস্তিতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চারশত ঘর। এর আগে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের প্রচেষ্টায় আজ রোববার (২০ মার্চ) রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান সরদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। বস্তির কী পরিমাণ ঘর পুড়ে গেছে, এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। কোনও হতাহতের ঘটনা রয়েছে কিনা, পুরো সার্চ করার পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।
স্থানীয়রা বলছেন, বস্তির পাশে কবুতরের একটি খামার রয়েছে। একইসঙ্গে সেখানে সিলিন্ডার গ্যাসের একটি গোডাউন রয়েছে। সেখান থেকে আগুনের সূত্রপাত। চোখের পলকে বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় চারশ’ ঘর পুড়ে গেছে বলে জানান স্থানীয়রা।