চলে গেলেন প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর ছোট মেয়ে বিনীতা চৌধুরী বিনু। ৪৯ বছর বয়সে গত বুধবার স্থানীয় সময় বিকেল চারটার দিকে লন্ডনের ইউসিএল ইউনিভার্সিটি হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি… রাজিউন)।
অমর ভাষাগানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর চার মেয়ে ও এক ছেলের মধ্যে বিনীতা সবার ছোট ছিলেন। তিনি সিনিয়র ফিনান্সিয়াল কনসালটেন্ট হিসেবে যুক্তরাজ্যের নামিদামি একাধিক প্রতিষ্ঠানে কাজ করতেন। বিনীতা আব্দুল গাফফার চৌধুরীর সঙ্গেই থাকতেন।
যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল খান বলেন, বিনীতা বিগত কয়েক মাস ধরে ক্যান্সারে ভুগছিলেন। এছাড়া কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে গত ৫ মাস ধরে শয্যাশায়ী আব্দুল গাফফার চৌধুরী বর্তমানে কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মেয়ের মৃত্যুর খবরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
বিনীতা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।