আজ ১৭ এপ্রিল যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হবে মেহেরপুর জেলায়। মুজিবনগর দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসন যৌথভাবে রমজান মাস হওয়ায় এবার সংক্ষিপ্ত অনুষ্ঠানমালার আয়োজন করেছে। খবর বাসসের।
জেলার মুজিবনগর উপজেলায় মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হবে। মুজিবনগর আম্রকাননে গার্ড অব অনার প্রদান ও কুচকাওয়াজ প্রদর্শন হবে।
দিবসের কর্মসূচির মধ্যে আছে সকাল ১০টায় মুজিবনগর স্মৃতিসৌধ প্রাঙ্গণে ‘জল মাটি ও মানুষ’ শিরোনামে গীতিনাট্য উপস্থাপনা, সকাল ১০টা ৪০ মিনিটে মুজিবনগর শেখ হাসিনা মঞ্চে আলোচনাসভা। বিকাল ৫টায় জেলা প্রশাসনের আয়োজনে মুজিবনগর দিবস ও স্বাধীনতা বিষয়ে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সেমিনার ও ইফতার মাহফিল।
এ উপলক্ষে আয়োজন হবে এক সমাবেশের, এতে সভাপতিত্ব করবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।