ঢাকা কলেজের দুই শতাধিক শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক

নিউমার্কেটের ব্যবসায়ী-কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক শিক্ষার্থী। আহত শিক্ষার্থীদের ঢাকা কলেজের শিক্ষক মিলনায়তনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ৷ ঢাকা কলেজের চিকিৎসক, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ ও রেড ক্রিসেন্টের সদস্যরা আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানান ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো.আব্দুল কুদ্দুস সিকদার।

universel cardiac hospital

রোভার স্কাউট গ্রুপের সদস্য তারেক আজিজ বলেন, আমাদের এখানে দুই শতাধিক শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় অন্তত ৫০ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে পাঠানো হয়েছে।

রোভার স্কাউট গ্রুপের আরেক সদস্য বেলাল হোসাইন বলেন, আহতদের অধিকাংশই ইটের আঘাতে শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যাওয়া, রাবার বুলেট ও টিয়ারশেলের আঘাত, মাথা ফাটা, হাত-পা ভাঙা ছিল।

শেয়ার করুন