নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত শিক্ষার্থী মোশাররফ হোসেনের উন্নত চিকিৎসা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকার প্রধানের এই নির্দেশনার কথা জানিয়ে মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাতেই তাকে হাসপাতালে দেখতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের। তিনি বলেন, নিউমার্কেটে সংঘাতের ঘটনায় আহত সকল শিক্ষার্থী এবং অন্যান্যদের সুচিকিৎসা নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। কয়েকঘণ্টা ধরে চলা সংঘর্ষ রাতে থামলেও মঙ্গলবার সকালে আবার শুরু হয়। দিনভর চলা সংঘর্ষে ১০জন সাংবাদিকসহ অনেকে আহত হয়েছেন।
এদিকে সোমবার রাতে সংঘর্ষ থামাতে পুলিশ বিপুল পরিমাণ রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। এতে ঢাকা কলেজের মোশাররফ হোসেনসহ অনেকে আহত হয়েছেন।