সাংবাদিকদের ওপর হামলার বিচার চায় ঢাকা কলেজ সাংবাদিক সমিতি

ঢাবি প্রতিনিধি

রাজধানীর নিউমার্কেট এলাকায় ছাত্রদের সঙ্গে ব্যবসায়ী-কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি করেছে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি।

সমিতির বর্তমান ও সাবেক নেতারা অভিযোগ করেছেন, সাংবাদিকদের ওপর বিভিন্ন সময় হামলা ও তাঁদের লাঞ্ছিত করার ঘটনার বিচার না হওয়ায় বারবার হামলার শিকার হচ্ছেন তাঁরা।

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে সাংবাদিক সমিতির মানববন্ধনে এসব কথা বলেন সাংবাদিক সমিতির নেতারা।

গত সোমবার ও মঙ্গলবার নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সময় বিভিন্ন গণমাধ্যমের অন্তত ১৩ জন সাংবাদিক আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে ব্যবসায়ী ও কর্মচারীরা মারধর করেন। কেউ কেউ পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেল ও সংঘর্ষে লিপ্ত দুই পক্ষের ছোড়া ইটের আঘাতে আহত হন।

মানববন্ধনে সাংবাদিকদের ওপর হামলাকে ন্যক্কারজনক বলে উল্লেখ করেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি এ জেড ভূঁইয়া আনাস। তিনি বলেন, সাংবাদিকদের ওপর নির্যাতনের বিচার না হওয়ায় দুষ্কৃতকারীরা বারবার হামলার সাহস পাচ্ছে।

সমিতির সাবেক সভাপতি নাজমুস সাকিব বলেন, সাংবাদিকদের ওপর হামলার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত করা হয়েছে বলে আমরা মনে করি।

নিউমার্কেটে সংঘর্ষের সময় ছাত্র ও ব্যবসায়ী—উভয় পক্ষই সাংবাদিকদের ওপর হামলা করেছে বলে অভিযোগ করেন সমিতির সাবেক সহসভাপতি ও বাংলাভিশনের বিশেষ প্রতিবেদক কেফায়েত শাকিল।

তিনি বলেন, সংঘর্ষে সাংবাদিকেরা ছিলেন নিরপেক্ষ, পুলিশের সামনেই সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে। পুলিশ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কাউকে মামলার আওতাভুক্ত করেনি, এমনকি চিহ্নিত করার চেষ্টাও করেনি।

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাবেক যুগ্ম সম্পাদক নাজমুল সাঈদ বলেন, নিউমার্কেটে সংঘর্ষের সময় অসংখ্য সংবাদকর্মীকে টার্গেট করে হামলা করা হয়েছে। কারও পক্ষে না গেলেই সাংবাদিকদের টার্গেট করা হয়।

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হাকিমের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে সংগঠনের সাবেক সভাপতি বিল্লাহ হোসেন বক্তব্য দেন।

শেয়ার করুন