গুগল ডুডলে ‘বিশ্ব ধরিত্রী দিবস’

মত ও পথ ডেস্ক

আজ বিশ্ব ধরিত্রী দিবস। এই দিনে একটি ডুডল প্রকাশ করেছে টেক জায়ান্ট ও বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। বিশ্বে প্রচলিত গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবস উপলক্ষে ডুডল প্রকাশ করে থাকে গুগল। বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষেও এর ব্যতিক্রম হয়নি।

এবারের ‘ধরিত্রী দিবস উপলক্ষে’ গুগল ডুডলের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রতিচ্ছবি তুলে ধরেছে। ডুডলের বর্ণনা দিয়ে গুগল জানিয়েছে, এবারের বিশ্ব ধরিত্রী দিবসে গুগল আর্থ আমাদের গ্রহজুড়ে জলবায়ু পরিবর্তনের বাস্তব সময়ের তুলনামূলক চিত্র তুলে ধরেছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এড়াতে টেকসই পদ্ধতিতে কাজ করা প্রয়োজন- এমনটিই ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই ডুডলের মাধ্যমে।

বিশ্ব ধরিত্রী দিবস-২০২২ এর ডুডলে গুগল ১৯৮৬ থেকে ২০২০ সাল পর্যন্ত আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বতচূড়ার হিমবাহের পরিবর্তন, ২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রীনল্যান্ডের সেরমারসুক হিমবাহের স্থান ও অবস্থা পরিবর্তন, ২০১৬ সালের অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের অবস্থা এবং ১৯৯৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত জার্মানির হার্জ ফরেস্টের তুলনামূলক পরিবর্তনের চিত্র তুলে ধরেছে। এর মাধ্যমে গুগল তুলে ধরার চেষ্টা করেছে—জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের গুরুত্বপূর্ণ স্থানগুলো কীভাবে বদলে গেছে।

উল্লেখ্য, ২২ এপ্রিল, বিশ্ব ধরিত্রী দিবস। পরিবেশ সম্পর্কে জনগণের সচেতনতা বাড়াতে বাংলাদেশসহ ১৯৩টি দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষার মাধ্যমে ধরিত্রীকে টিকিয়ে রাখা দিবসটির একমাত্র লক্ষ্য। এ বছর দিবসটির স্লোগান, ‘ধরিত্রী রক্ষায় বিনিয়োগ করো।’

পৃথিবীকে নিরাপদ, বাসযোগ্য রাখতে জলবায়ু সংকট ও পরিবেশ দূষণ রোধে তাৎক্ষণিক পদক্ষেপের প্রয়োজনীয়তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে সারা বিশ্বের পরিবেশ সচেতন মানুষ আজ বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন। অন্যান্য বছরের মতো দিবসটি উপলক্ষে আজ সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশে দেশে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা ইত্যাদির আয়োজন হচ্ছে।

শেয়ার করুন