সংঘর্ষে ছাত্রদের সম্পৃক্ততা খুঁজতে ঢাকা কলেজের তদন্ত কমিটি

ঢাবি প্রতিনিধি

রাজধানীর নিউমার্কেট এলাকায় সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের ছাত্রদের সম্পৃক্ততা ছিল কি না, তা খুঁজতে একটি তদন্ত কমিটি করেছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ। গতকাল সোমবার এই কমিটি করা হয়। তিন সদস্যের এই কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

গত সপ্তাহে ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে রাজধানীর নিউমার্কেটসহ আশপাশের বিপণিবিতানগুলোর ব্যবসায়ী, কর্মচারী ও হকারদের সংঘর্ষের ঘটনায় দুজনের মৃত্যু হয়, আহত হন বিবদমান দুই পক্ষের লোকজন, সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি। এ ঘটনায় এ পর্যন্ত চারটি মামলা হয়েছে। এখন মামলাগুলোর তদন্ত চলছে।

universel cardiac hospital

ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন আজ মঙ্গলবার বিকেলে বলেন, সংঘর্ষের ঘটনায় আমাদের ছাত্রদের সম্পৃক্ততা ছিল কি না, তা খুঁজে দেখার জন্য কলেজ প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গণিত বিভাগের অধ্যাপক অখিল চন্দ্র বিশ্বাসকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি করা হয়েছে গতকাল সোমবার।

শেয়ার করুন