কুসিক নির্বাচনে নগর এলাকা থেকে ভোট গ্রহণ কর্মকর্তা থাকবে না

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে নগর এলাকার স্কুল, কলেজ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কোনো শিক্ষক ও কর্মকর্তাদেরকে ভোট গ্রহণ কর্মকর্তা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনে স্বচ্ছতা আনয়ন ও পক্ষপাতমূলক আচরণ পরিহারের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) এই সিদ্ধান্ত নিয়েছে।

আজ বুধবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি উইং শাখার পরিচালক (পরিচালনা) শাহেদুন্নবী চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

universel cardiac hospital

আগামী ১৫ জুন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএমে ওই নির্বাচন অনুষ্ঠিত হবে। নবগঠিত নির্বাচন কমিশনের জন্য এই নির্বাচনকে প্রথম পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ২ লাখ ৩২ হাজার ৬৩০ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৮ হাজার ১৪২ জন। পুরুষ ভোটার ১ লাখ ১৪ হাজার ৪৮৮ জন। ১০ হাজারের ওপর করে ভোটার আছে সিটি করপোরেশন এলাকার ৩, ১০, ১৩, ১৭, ১৮, ২১ ও ২২ ওয়ার্ডে। সবচেয়ে কম ভোটার নগরের ২৫ নম্বর ওয়ার্ডে, চার হাজার ১০৫ জন।

শেয়ার করুন