তেঁতুলতলা মাঠরক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে আর কোনো ভবন হবে না। মাঠ যেভাবে ছিল, সেভাবেই থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সচিবালয়ের নিজ কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদেরকে বলেন, কলাবাগানের তেঁতুলতলা মাঠে আর কোনো নির্মাণকাজ হবে না। জায়গাটি যেভাবে ব্যবহার করা হতো, সেভাবেই ব্যবহৃত হবে। খেলার মাঠই থাকবে। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দিয়েছেন।

ফলে এ মাঠে কলাবাগান থানার জন্য ভবন হচ্ছে না। খেলার মাঠ হিসেবেই থাকছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, জায়গাটি পুলিশকে অধিগ্রহণ করে দেওয়া হয়েছে। তাই এ জায়গা পুলিশেরই থাকবে।

গতকাল বুধবার রাতে তেঁতুলতলা মাঠে দেয়াল তৈরির কাজ শেষ করেছে পুলিশ। মাঠটি রক্ষার দাবিতে এলাকাবাসী, পরিবেশবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের আন্দোলনের মধ্যেই পুলিশ দেয়াল তৈরির কাজ সম্পন্ন করেছে।

শেয়ার করুন