গত ২১ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। রুশ ভাষাভাষী অধ্যুষিত এই দুটি অঞ্চল একত্রে ‘দোনবাস’ নামে পরিচিত। স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পর অঞ্চল দুটিকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এখন পর্যন্ত ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী।
তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী।
এমন পরিস্থিতিতে রাশিয়া ২২ হাজার ৮শ সেনা হারিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। এর মধ্যে ৪শ সেনা নিহত হয়েছে গত ২৪ ঘণ্টায়। ইউক্রেনের জেনারেল স্টাফ অব আর্মড ফোর্স এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।
ইউক্রেনের সেনাবাহিনী ফেসবুকে এক পোস্টে জানিয়েছে, দেশটিতে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত রাশিয়ার ২২ হাজার ৮শ সেনা নিহত হয়েছে। এছাড়া ৯৭০টি ট্যাঙ্ক, ২ হাজার ৩৮৯টি সামরিক যান, ১৮৭টি প্লেন এবং ১৫৫টি হেলিকপ্টার হারিয়েছে মস্কো।
তবে গত মার্চের শেষের দিকে মস্কো জানিয়েছিল যে, তাদের ১ হাজার ৩৫১ জন সেনা নিহত হয়েছে এবং আরও ৪ হাজার সেনা আহত হয়েছে।