বান্দরবানের লামায় পাহাড়িদের জুমের খেতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম কমিশন (সিএইচটি কমিশন)। আজ শনিবার এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠনটি।
বান্দরবানের লামা উপজেলার সরাই ইউনিয়নের লাংকম ম্রো পাড়ায় একটি রবার কোম্পানি গত মঙ্গলবার পাহাড়িদের প্রায় এক শ একর জুমের জমি আগুন দিয়ে পুড়িয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সিএইচটি কমিশনের বিবৃতিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে আগুন দেওয়াসহ চলমান নানা ধরনের সহিংস তৎপরতা এবং ভূমি দখলের ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে। পাহাড়িদের সুরক্ষা ও নিরাপত্তা দিতে ক্রমাগতভাবে ব্যর্থ হচ্ছে সরকার।
পার্বত্য চট্টগ্রামে ভূমি দখলের চেষ্টা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে। লামায় পাহাড়িদের জুমচাষের জমিতে একটি রবার কোম্পানির আগুন দেওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করা হয় বিবৃতিতে। সেই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
লামার ঘটনার বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ কামনা করা হয় বিবৃতিতে। এ ছাড়া এ ঘটনায় ভুক্তভোগী পাহাড়িদের দ্রুত খাদ্যসহায়তা দেওয়া এবং পাহাড়ি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেন সিএইচটি কমিশনের তিন কো চেয়ারপারসন সুলতানা কামাল, এলসা স্ট্যামটোপৌলো এবং মিরনা কানিংহাম কেইন।