ব‍্যাটিং অলরাউন্ডার হিসেবে টেস্ট দলে মোসাদ্দেক

ক্রীড়া প্রতিবেদক

মোসাদ্দেক হোসেন
মোসাদ্দেক হোসেন। সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা হয়েছে ২৪ এপ্রিল। এর পাঁচ দিন পর স্কোয়াডে অন্তর্ভুক্ত হলেন মোসাদ্দেক হোসেন। ১৫ মে থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য নেওয়া হয়েছে তাকে। চোটের কারণে মেহেদী হাসান মিরাজ ছিটকে যাওয়ায় বাড়তি ক্রিকেটার হিসেবে মোসাদ্দেককে নেওয়া হয়েছে। এর আগে মিরাজের বদলি হিসেবে অফস্পিনার নাঈম হাসানকে ডাকা হয়েছে।

সদ্য সমাপ্ত প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচে ব্যাট হাতে তৃতীয় সর্বোচ্চ ৬৫৮ রান করেছেন মোসাদ্দেক। সে সঙ্গে অফস্পিনে ১৬ উইকেট নিয়েছেন ২৬ বছরের এ তরুণ।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, ব্যাটিং অলরাউন্ডারের প্রয়োজন অনুভব করায় মোসাদ্দেককে দলভুক্ত করা হয়েছে। প্রধান নির্বাচক বলেন, ‘একজন অলরাউন্ডার নিলাম। যেহেতু মিরাজ নাই, নাঈমও কিছু দিন ধরে খেলার বাইরে আছে। ক্যাম্পে দু’জন কেমন করে, কী অবস্থায় আছে, সেটা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে কে খেলবে।’ মোসাদ্দেক সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে।

শেয়ার করুন