কথা বলতে প্রস্তুত আমি, তবে শুধু পুতিনের সঙ্গে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আবার জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে চান। খবর গার্ডিয়ানের।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইতালির সংবাদ মাধ্যম আরএআই ওয়ান টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, আলোচনার শুরুটা হতে পারে ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহারের মাধ্যমে।

জেলেনস্কি ইতালিয়ান সংবাদ মাধ্যমটিকে অবশ্য জানিয়েছেন, তিনি শুধু পুতিনের সঙ্গে দেখা করতে চান। তাঁর কোনো মধ্যস্থতাকারীর সঙ্গে নন।

এ ব্যাপারে জেলেনস্কি বলেন, আলোচনা হতে হবে সংলাপের উদ্দেশ্যে, কোনো আল্টিমেটামের জন্য না।

উল্লেখ্য, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা গত ২৯ মার্চের পর মুখোমুখি আর কোনো আলোচনায় বসেননি।

শেয়ার করুন