মুক্তচিন্তার কথাসাহিত্যিক শওকত ওসমানের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

প্রখ্যাত কথাশিল্পী শওকত ওসমানের আজ ১৪ মে, শনিবার ২৪তম মৃত্যুবার্ষিকী৷ ১৯১৭ সালের ২ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় তাঁর জন্ম৷ শেখ আজিজুর রহমান তাঁর আসল নাম৷

মুক্তচিন্তার বুদ্ধিজীবী শওকত ওসমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইস্পেন্দিয়া জাহেদ হাসান মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

universel cardiac hospital

বাংলা সাহিত্যের বলিষ্ঠ কথাসাহিত্যিক শওকত ওসমান তাঁর লেখনীর মাধ্যমে শোষক শ্রেণির বিরুদ্ধে ও শোষিত মানুষের পক্ষে কথা বলেছেন৷ তাঁর রচিত ‘ক্রীতদাসের হাসি’ স্বৈরশাসনের বিরুদ্ধে সর্বকালেই গণজাগরণের এক দিশারী৷ এ ছাড়া তাঁর ‘জননী’ উপন্যাসটি ইংরেজি ভাষায় অনূদিত হয়ে বিশ্বসাহিত্যে বিশেষ স্থান করে নিয়েছে৷

‘ক্রীতদাসের হাসি’ ছিল মূলত আইয়ুব খানের স্বৈরাচার ও সামরিক শাসনের বর্বর শাসন ও বাকস্বাধীনতা হরণের জঘন্য চরিতার্থ নিয়মের বিরুদ্ধে এক শক্ত চপেটাঘাত। স্বৈরশাসক আইয়ুুব খানের শাসনব্যবস্থাকে ব্যঙ্গ করে এ উপন্যাস লেখা হয়। সে বছরই বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন শওকত ওসমান।

সাহিত্যকর্মে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শওকত ওসমান আদমজী সাহিত্য পুরস্কার, প্রেসিডেন্ট প্রাইড অব পারফরম্যান্স পদক, একুশে পদক, নাসিরুদ্দিন স্বর্ণপদক, মুক্তধারা পুরস্কার, মাহবুবউল্লাহ ফাউন্ডেশন পদক, ফিলিপস সাহিত্য পুরস্কার, টেনাসিস পুরস্কার ও স্বাধীনতা দিবস পুরস্কার পান৷ ১৯৯৮ সালের ১৪ মে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে খ্যাতিমান এই সাহিত্যিক মারা যান৷

শেয়ার করুন