মশা নিধন অভিযানের দ্বিতীয় দিনে ৯ মামলা, জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম

এডিস মশা নিধনে পরিচালিত ১০ দিনব্যাপী বিশেষ অভিযানের দ্বিতীয় দিন বুধবার রাজধানীর বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা থাকায় ৯টি মামলা করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা ওই সব বাসাবাড়ির মালিক ও নির্মাণাধীন ভবনের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের আর্থিক দণ্ড প্রদান করে ১ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে উত্তরা এলাকার ১, ৩ ও ৫ নম্বর সেক্টর ও খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ৬টি মামলায় ১ লাখ ৩৫ হাজার টাকা এবং ৩৯ নম্বর ওয়ার্ডের নূরেরচালা ও খিলবাড়িরটেক এলাকায় ৩টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন বলেন, ১০ অঞ্চলেই অভিযান পরিচালনা করা হয়েছে। অনেক এলাকার বিভিন্ন স্থাপনায় এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ (জমা পানি) পাওয়া যাচ্ছে। মেয়রের নির্দেশ অনুযায়ী মামলা ও জরিমানার পরিবর্তে সচেতনতা তৈরিতে বেশি জোর দেওয়া হচ্ছে। বিশেষ এই ১০ দিনের কর্মসূচির পরে কোথাও এডিস মশার লার্ভা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন