মাংকিপক্স নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএসএমএমইউ

নিজস্ব প্রতিবেদক

বিরল রোগ মাঙ্কিপক্স
ছবি : ইন্টারনেট

বিশ্বের ১৫টিরও বেশি রাষ্ট্রে ছড়িয়ে পড়া রোগ মাংকিপক্স নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

সোমবার (২৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মঙ্গলবার (২৪ মে) সকালে সংবাদ সম্মেলনে ব্রিফ করবেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ।

এদিকে সোমবার বিকেলে বিএসএমএমইউতে একজন মাংকিপক্স আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। একজন চিকিৎসকের বরাত দিয়ে ফেসবুকে এই বার্তা ভাইরাল হয়ে যায়। তবে সন্ধ্যায় বিএসএমএমইউ উপাচার্য জানান, বিষয়টি গুজব।

সেই চিকিৎসক পুনরায় ফেসবুক পোস্টে জানান, আমার নামে মাংকিপক্স নিয়ে যে পোস্ট ফেসবুকে লেখা হচ্ছে তা আমার আইডি থেকে দেওয়া না। এই ঘটনার সঙ্গে আমার কোনও সম্পৃক্ততা নাই।

তবে বিএসএমএমইউ সূত্রে জানা যায়, একজন রোগীকে মাংকিপক্সে আক্রান্ত হিসেবে সন্দেহ করা হচ্ছে। এ নিয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানাবেন বিএসএমএমইউ উপাচার্য।

শেয়ার করুন