ক্যাম্পাসে আসতে হলে ছাত্রদলকে ক্ষমা চাইতে হবে: ছাত্রলীগ সভাপতি

ঢাবি প্রতিনিধি

আল নাহিয়ান খান জয়
আল নাহিয়ান খান জয়। ফাইল ছবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যারা ধৃষ্টতা দেখাবেন, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আসার কোনো দরকার নেই বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়।

ছাত্রদলের উদ্দেশে তিনি বলেছেন, যারা আমাদের নেত্রীকে নিয়ে ধৃষ্টতা দেখিয়েছে, ক্যাম্পাসে আসতে হলে তাদেরকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরা প্রতিহত করবে তাদেরকে। ছাত্রলীগও শিক্ষার্থীদের পাশে থেকে তাদেরকে প্রতিহত করবে।

universel cardiac hospital

আজ রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধনে সভাপতির বক্তব্যে জয় এসব কথা বলেন। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের ওপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে এবং সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে’ কেন্দ্রীয় ছাত্রলীগ এ মানববন্ধনের আয়োজন করে।

শেয়ার করুন