সিইসি কুমিল্লা যাচ্ছেন আজ

নিজস্ব প্রতিবেদক

কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি

আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনসহ (কুসিক) দেশের একটি উপজেলা, ছয়টি পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদে ভোটের আয়োজন করেছে নতুন নির্বাচন কমিশন (ইসি)। কাজী হাবীবুল আউয়াল সিইসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আস্থা অর্জনের প্রথম এ ভোট। ইসি সুষ্ঠু ভোট আয়োজনের বিষয়ে কঠোর মনোভাব দেখাচ্ছে।

এসব নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার থেকে মাঠে নেমে পড়েছে পুরো ইসি। এর ধারাবাহিকতায় নিজেদের প্রথম নির্বাচনী পরীক্ষার যথাযথ প্রস্তুতি যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের প্রথম পর্যায়ে আজ রোববার কুমিল্লা যাচ্ছেন সিইসি কাজী হাবীবুল আউয়াল।

universel cardiac hospital

আজ কুমিল্লায় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় ছাড়াও নির্বাচনী পরিস্থিতি ও আইনশৃঙ্খলার বিষয়টি খতিয়ে দেখবেন সিইসি ও নির্বাচন কমিশনার মো. আলমগীর।

শুধু কুমিল্লা সিটি করপোরেশনের নয়, সব নির্বাচনকেই সমান গুরুত্ব দিয়ে কাজ করার জন্য অন্যান্য জেলাতেও যাবেন সিইসি ও কমিশনাররা।

শেয়ার করুন