আগামীকাল উদীচীর জাতীয় সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী
ফাইল ছবি

‘শ্রেণিভেদ ভাঙ্গি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে’ স্লোগানে উদীচী শিল্পীগোষ্ঠীর ২২তম জাতীয় সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। ঢাকা মহানগর নাট্যমঞ্চে বিকেল ৪টায় তিন দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করবেন বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি থাকবেন নাট্যজন মামুনুর রশিদ, সাহিত্যিক ও গবেষক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, শিক্ষাবিদ ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

এবারের সম্মেলনে বিশেষ সম্মাননা প্রদান করা হবে উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদুকে। উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি শোভাযাত্রা বের হবে। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

৩ ও ৪ জুন সকাল সাড়ে নয়টা থেকে সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হবে। ৩ জুন সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা।

শেয়ার করুন