পাকিস্তান ভেঙে তিন ভাগ হয়ে যাবে—গতকাল বুধবার এমন সতর্ক বার্তা দিয়েছিলেন ইমরান খান। তাঁর এ বক্তব্যকে ঘিরে আলোচনা–সমালোচনার ঝড় উঠেছে দেশটির রাজনৈতিক অঙ্গনে। চটেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। ইমরানকে হুঁশিয়ার করে তিনি বলেছেন, রাজনীতি করেন, কিন্তু সীমা ছাড়াবেন না।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, গতকাল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান দেশটির একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দেন। সেখানে এস্টাবলিশমেন্টের (সেনাবাহিনী) দিকে ইঙ্গিত করে তিনি বলেন, রাষ্ট্রের এই প্রভাবশালী প্রতিষ্ঠানটি যদি সঠিক সিদ্ধান্ত না নেয়, তাহলে দেশ ভেঙে তিন ভাগ হয়ে যাবে।
ইমরানের ওই সাক্ষাৎকার সম্প্রচারের পরই আজ বৃহস্পতিবার টুইটারে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী শাহবাজ। বলেন, ইমরান নিয়াজি দেশের বিরুদ্ধে খোলাখুলি হুমকি দিচ্ছেন। তিনি যে সরকার চালানোর জন্য সক্ষম না তা প্রমাণের জন্য তাঁর সর্বশেষ সাক্ষাৎকারই যথেষ্ট।
এ সময় ইমরান খানকে হুঁশিয়ার করে শাহবাজ বলেন, আপনার রাজনীতি আপনি করেন। কিন্তু সীমা অতিক্রমের ও দেশকে ভাগ করা নিয়ে কথা বলার সাহস দেখাবেন না।