রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখলে নিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
লুক্সেমবার্গের সংসদে দেওয়া এক ভিডিও ভাষণে তিনি এ তথ্য জানান। খবর আল-জাজিরার।
জেলেনস্কি বলেন, আমাদের প্রায় পুরো রাশিয়ান সেনাবাহিনীর হাত থেকে আত্মরক্ষা করতে হবে। রাশিয়ার সমস্ত সামরিক শক্তি এই আগ্রাসনের সঙ্গে জড়িত। তাদের ফ্রন্ট লাইনই ১ হাজার কিলোমিটারের বেশি জায়গা জুড়ে বিস্তৃত।
জেলেনস্কি তার ভাষণে এ পর্যন্ত প্রাপ্ত সামরিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং অস্ত্র সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।