স্লোগানে প্রমাণিত হয়েছে, পঁচাত্তরের ঘটনা বিএনপিই ঘটিয়েছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ড. হাছান মাহমুদ
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিচয়ে অছাত্রদের সমাবেশ ঘটিয়েছে বিএনপি। সেখানে ‘পঁচাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ স্লোগান দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে, পঁচাত্তরের ঘটনা তারাই ঘটিয়েছে, জিয়াউর রহমান ঘটিয়েছেন। এটা তারা স্বীকার করে নিয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদী কর্মসূচিতে এসব কথা বলেন হাছান মাহমুদ। ‘দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে সমাবেশ’ শীর্ষক এ প্রতিবাদী কর্মসূচির আয়োজক যুব মহিলা লীগ।

হাছান মাহমুদ বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হওয়ার পর খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের মাথা খারাপ হয়ে গেছে। পদ্মা সেতু হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির সমালোচনায় তাদের মাথা নিচু হয়ে গেছে। পদ্মা সেতু নির্মাণে মানুষের উচ্ছ্বাস বিএনপির সহ্য হচ্ছে না।

হাছান মাহমুদ বলেন, এসব কারণে বিএনপি অন্যান্য শক্তিকে নিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। নির্বাচনের আগপর্যন্ত তাদের প্রতিহত করতে হবে।

কর্মসূচিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, পঁচাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার—এ স্লোগান দিয়ে বিএনপি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বাংলাদেশ আর পঁচাত্তর দেখবে না।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি নাজমা আখতার। কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলসহ অন্যান্য নেত্রী ও কর্মীরা।

শেয়ার করুন