মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বহিষ্কৃত দুই সদস্যের করা মন্তব্যের জেরে দেশটির রাজধানী দিল্লির জামে মসজিদে বিক্ষোভ হয়েছে। আজ শুক্রবার (১০ জুন) জুমার নামাজ শেষে বিপুলসংখ্যক মুসল্লি বিক্ষোভ করেন।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে এনডিটিভি জানায়, শুক্রবার জুমার নামাজের পর দিল্লির জামে মসজিদে বিক্ষোভ করেন মুসল্লিরা। এ সময় বিজেপির জ্যেষ্ঠ নেতা ও দলটির সাবেক মুখপাত্র নূপুর শর্মাকে গ্রেপ্তারের দাবি জানান বিক্ষোভকারীরা। পরে অবশ্য বিক্ষোভ নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এদিকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শুক্রবার দিল্লি ছাড়াও উত্তর প্রদেশের কয়েকটি স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মা ও দলটির আরেক নেতা নবীন কুমার জিন্দালের গ্রেপ্তারের দাবিতেই বিক্ষোভে অংশ নেন তারা।
উল্লেখ্য, দুই সপ্তাহ আগে এক টেলিভিশন অনুষ্ঠানে হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা। পরে তার বক্তব্যের সমর্থনে টুইটারে পোস্ট করেন আরেক বিজেপি নেতা নবীন কুমার জিন্দাল। এ ঘটনায় মুসলিম রাষ্ট্রগুলোর কূটনৈতিক মহলে নিন্দার ঝড় ওঠে। ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয় কোনো কোনো রাষ্ট্র। উদ্ভূত পরিস্থিতিতে ওই দুইনেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। এর পর তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।