কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনী এলাকা ত্যাগের নির্দেশ থাকলেও তা না মেনে সেখানে অবস্থান করছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহার। এ ব্যাপারে ইসি বলছে, তাঁকে চিঠি দেওয়াই যথেষ্ট। এর বেশি কিছু আর কি করার থাকে?
আজ রোববার দুপুরে সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গে বর্তমান কমিশনের সংলাপ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, একবার চিঠি দেওয়া হয়েছে। পরবর্তীতে এলাকা ত্যাগের চিঠি দেওয়া হয়েছে। তাঁর (এমপি বাহার) জন্য এটাই তো যথেষ্ট।
সিইসি বলেন, এমপি একজন সম্মানিত ব্যক্তি। তাঁকে আমরা চিঠি দিয়েছি। এখন আমরা তো বলতে পারি না যে, আপনি এখনই বের হয়ে যান।