টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন জুটি মুশফিক আর ফারহান ও তানজিন তিশার একটি ঈদ নাটকের শুটিং চলছিল। নাম ‘ভিপি’। এটি পরিচালনা করছেন মহিদুল মাহিন। সোমবার সেখানে মারধরের শিকার হয়েছেন নাটকটির নির্বাহী প্রযোজক সৌরভ ইশতিয়াকসহ ছয় জন।
গত শনিবার (১১ জুন) থেকে নাটকটির শুটিং চলছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, একাডেমিক ভবন, ক্যাফেটেরিয়া, মুক্তমঞ্চসহ বিভিন্ন পয়েন্টে। সোমবার (১৩ জুন) ছিল শুটিংয়ের শেষ দিন। এদিন শুটিং ইউনিটের উপর স্থানীয় বখাটেরা হামলা চালায় বলে অভিযোগ সৌরভ ইশতিয়াকের।
ঘটনা বর্ণনা দিয়ে তিনি জানান, ‘সোমবার শুটিং চলাকালীন ১০-১২ জন স্থানীয় যুবক শুটিং লোকেশনে এসে ঝামেলা করছিল। তাদের জন্য শুটিংয়ে নানা সমস্যা হচ্ছিল। সরে যেতে বললে তারা ক্ষিপ্ত হয়ে খারাপ ব্যবহার করে। কোনো কথাই শুনতে চায়নি। এক পর্যায়ে আমাকেসহ টিমের কয়েক জনকে মেরে আহত করে।’
সৌরভ ইশতিয়াক বলেন, ‘আমরা আসলে কিছু বুঝে উঠতে পারিনি ঘটনা কী ঘটল। এ ঘটনায় আমরা আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভেবেছি। যাতে করে ভবিষ্যতে আর কেউ এই ধরনের বিব্রতকর পরিস্থিতে না পড়ে।’
যদিও পরিচালক মাহিন বলছেন, ‘ঢাকার বাইরে শুটিংয়ে গেলে অনেক সময় এমন ঘটনা ঘটে। ভিড় সরাতে গিয়ে কথা-কাটাকাটি, হাতাহাতি হয়েছিল। আমরা জেনেছি ছেলেগুলো বিশ্ববিদ্যালয়ের কেউ না। এটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরাও মর্মাহত। শুটিং বন্ধ রেখেছিলাম। পরে সব ঠিকঠাক।’
নাটকের প্রধান চরিত্র অভিনেতা মুশফিক আর ফারহানও জানালেন একই কথা। তিনি বলেন, ‘ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। বিষয়টা পরে জেনেছি। তবে সব ঠিকঠাক হয়ে গেছে। স্থানীয় কিছু ছেলে এ ঘটনায় জড়িত ছিল। অবশ্য পরে এসে তারা দুঃখপ্রকাশ করে গেছে।’
ফারহান ও তিশা পৃথকভাবে বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিলেও জুটি হিসেবে ‘ভিপি’ তাদের দ্বিতীয় নাটক। এর আগে রোজার ঈদে তারা ‘ওয়েডিং ক্রাশ’ নামে একটি নাটকে প্রথম জুটি বেঁধে অভিনয় করেন। সেখানে ফারহান-তিশার অভিনয় এবং রসায়ন ছিল নজরকাড়া। নাটকটি তুমুল দর্শকপ্রিয়তা পায়।