প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা: মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শেখ মো. এনামুল হক (৫৩)।

শনিবার (১৮ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগের ডিয়াবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। রোববার এলিট ফোর্স র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানান।

এএসপি ইমরান খান জানান, বহুল আলোচিত গোপালগঞ্জের কোটালী পাড়ায় বোমা পুতে রেখে প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি এনামুলকে গ্রেফতার করা হয়েছে।

রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

এদিকে, ডিএমপি’র তুরাগ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মেহেদী হাসান রোববার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক এক আসামিকে শনিবার রাতে তুরাগের ডিয়াবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরও জানান, এখন সে র‌্যাবের হেফাজতে রয়েছে।

শেয়ার করুন