রাজনীতি : সেই সময়, এই সময়

র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী

মোকতাদির চৌধুরী
র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ফাইল ছবি

ঢাকা কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর একদিন বিকেলে ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে যাই কামাল ভাইয়ের খোঁজে। সঙ্গে আমার বন্ধু ও কলেজ সংসদের নবনির্বাচিত নাট্য সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম (যিনি ১৯৭৫ সনে কাদের সিদ্দিকীর সাথে প্রতিরোধ যুদ্ধে শরীক হতে গিয়ে ষড়যন্ত্রের শিকার হয়ে শাহাদাৎ বরণ করেন)। ভেতরে ঢুকতেই সামনে পড়ে যাই বঙ্গবন্ধুর। তিনি আমাদের পরিচয় নিলেন এবং জানতে চাইলেন কি চাই? বললাম কামাল ভাইকে চাই। এ কথা শুনে বঙ্গবন্ধু তাঁর সাথে আলাপচারিতায় অংশ নেওয়া কয়েকজনকে উদ্দেশ্য করে সকৌতুকে বললেন, “দেখলে তোমরা, এরা মুজিবুর রহমানকে নয়, কামালকে চায়”। তাঁরা সরিষার তেলে মাখা মুড়ি খাচ্ছিলেন। আমাদের দু’জনকেও কাছে ডাকলেন তাঁদের সাথে মুড়ি খাওয়ায় অংশ নিতে। আমরা তো সংকোচে কুঁকড়ে গেছি বঙ্গবন্ধুর কথা শুনে।

পরবর্তীতে তিনি জিজ্ঞেস করলেন “তোমরা কোথায় থাক?” আমরা জানালাম যে, “উভয়েই আমরা কলেজ ছাত্রাবাসে থাকি।” তিনি জিজ্ঞেস করলেন, “তোমরা যাবে কিভাবে?” আমরা বললাম যে, “শুক্রাবাদ বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে নিউমার্কেট চলে যাব।” বঙ্গবন্ধু তখন তাঁর সাথে বসা একজনকে বললেন, “khasru, take the little boys and drop them at Dhaka (dacca) College)” সম্ভবতঃ খসরু সাহেব নারায়নগঞ্জের একজন পাট ব্যবসায়ী ছিলেন। বঙ্গবন্ধুর আদেশ তিনি পালন করেছিলেন এবং আমাদেরকে ঢাকা কলেজ সাউথ হোস্টেলে নামিয়ে দিয়ে গিয়েছিলেন।

এই হলেন বঙ্গবন্ধু, জাতির পিতা এবং বাঙালির শ্রেষ্ঠ সন্তান, আদরের ধন। আর এখন, চিত্রটা বিপরীত। নাইবা ঘাটলাম সে কাসুন্দি।

লেখক : সংসদ সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা,
পঁচাত্তর-পরবর্তী প্রতিরোধ যোদ্ধা,
সম্পাদক, মত ও পথ।

চলবে…

আরও পড়ুন >> ‘রাজনীতি–সেই সময় আর এই সময়’

শেয়ার করুন