রুশ বাহিনী ও তাদের বিচ্ছিন্নতাবাদী সমর্থক শক্তি ইউক্রেনের গুরুত্বপূর্ণ লিসিচানস্ক শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ায় দাবি করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এ দাবি করে। খবর বিবিসির।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, লিসিচানস্ক দখলের মধ্য দিয়ে পুরো লুহানস্ক অঞ্চল স্বাধীন হয়েছে। তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইউরি স্যাক বলেন, লিসিচানস্কের পুরো নিয়ন্ত্রণ নিতে পারেনি রাশিয়া। তিনি আরও বলেন, রুশ সেনারা লিসিচানস্ক শহরে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে।