শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস, ব্যাপক সেনা উপস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাসভবনের সামনে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস এবং জল কামান ছুঁড়েছে পুলিশ। তবে রাজধানী কলম্বোর বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন নানা শ্রেণিপেশার মানুষ।

কলম্বো থেকে কাতারভিত্তিক আল-জাজিরার সংবাদদাতা স্টেপ ভ্যাসেল বলেছেন, কলম্বোর রাস্তায় রাস্তায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ও জল কামান ছুঁড়েছে পুলিশ।

তিনি আরও বলেন, কলম্বোর রাস্তায় অসংখ্য পুলিশ ও সামরিক বাহিনীর সদস্য দেখা যাচ্ছে। তারা অভিজাত এলাকা ঘিরে রেখেছেন।

এদিকে কলম্বোর আকাশে হেলিকপ্টার চক্কর দিতে দেখা গেছে বলে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে। ‘ভয় দেখানোর চেষ্টায়’ এই ঘটনা ঘটানো হচ্ছে বলে বিক্ষোকারীদের অভিযোগ।

বিক্ষোভকারীদের নেতা কল্পনা মধুবাসিনি আল-জাজিরাকে বলেছেন, আমরা অবৈধ প্রধানমন্ত্রীর জারি করা অবৈধ জরুরি অবস্থা মানি না। আমরা গোতাবায়া এবং রনিল- দুজনের পদত্যাগ চাই, জরুরি অবস্থা চাই না।

তিনি আরও বলেন, মানুষকে রক্ষা করতে জরুরি অবস্থা জারি করা হয়নি, নিপীড়ন চালাতে জারি করা হয়েছে। সবার প্রতি আহ্বান জানাই, আপনারা আসুন এবং গলে ফেস গ্রিন পার্কে আমাদের সঙ্গে বিক্ষোভে যোগ দিন।

শেয়ার করুন