দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার মুস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে পেশাদার কূটনীতিক মো. মুস্তাফিজুর রহমানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি মুহম্মদ ইমরানের স্থলাভিষিক্ত হচ্ছেন। ইমরানকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

universel cardiac hospital

মুস্তাফিজুর এখন জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে দায়িত্ব পালন করছেন।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা মুস্তাফিজুর প্যারিস, নিউইয়র্ক, জেনেভা ও কলকাতায় বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনারও ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি জাতিসংঘ উইংয়েও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন।

ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে স্নাতক হলেও তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পাবলিক ইন্টারন্যাশনাল ল বিষয়ে স্নাতকোত্তর করেন। এছাড়া ফ্রান্সের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমাও সম্পন্ন করেন তিনি।

ব্যক্তিজীবনে বিবাহিত ও দুই সন্তানের জনক মুস্তাফিজুর রহমান।

শেয়ার করুন